গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা ধীন ৪নং বেলকা ইউনিয়নে ৭ই নভেম্বর ২০২৩ ইং- তারিখে মধ্য বেলকায় হাফিজুর রহমানের মেয়ে মোছাঃ- সাদিয়া আক্তার আনুমানিক ৫ ঘটিকায়র সময়
অভিযোক্তা হবিবরের বাড়ির পিছনে, গ্রামের অন্য বাচ্চা দের সাথে খেলা ধুলা কোরছিলো। ঐ সময় সাদিয়াকে ২০০ টাকার লোভ দেখাইয়া, মৃত্যু রহমত আলীর ছেলে কলিম উদ্দিন এর বাঁশ ঝারের ভিতরে নিয়ে গিয়ে৷ সাদিয়াকে চিৎ করিয়া মাটিতে ফালাইয়া দেয়। দেবার পর পরনে থাকা পায়জামা এক টানে খুলে ফেলেদেয় হবিবর ততকালীন সময় সদিয়ার চিলানো আটকাতে পারেনি। তার চিল্লানোর আওয়াজ পেয়ে এলাকার লোক জনক মহুত্তেই চলে আসে ঘটনা স্থানে। এসে সাদিয়া কে মাটিতে পরে থাকতে এবং হবিবরকে উপরে দেখা যায়। হতে নাতে ধরে বেলকা ইউনিয়নে আনে আনার পর যথা সময়ে সুন্দরগঞ্জ থানায় ফোন দেয়। খনিকের মধ্যে থানা ওসির নির্দেশ পেয়ে এক ভেন পুলিশ এসে হবিবরকে পুলিশ হেফাজতে নিয়া থানায় চলে যায়। পর্বতিতে
২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনী ২০০৩ ধর্ষণের চেষ্টা করার অভিযোগে হাজতে চালান মুঞ্জর করে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]