▫️প্রকৃতি ▫️পরিবেশ ▫জীবন
“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” এই স্লোগানকে ধারণ করে গ্রীন ভয়েস(Green Voice) সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও প্লাস্টিকের বোতলের বিনিময়ে চারা গাছ বিতরন অনুষ্ঠিত হয়।
আজ ১৫ ই নভেম্বর (বুধবার) গ্রীন ভয়েস সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ হলরুমে শিক্ষার্থীদের মাঝে আলামিন মোহ এর সঞ্চালনায় গ্রীন ভয়েস সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন শাকিল ও সদস্য সচিব মাহফুজার রহমান মাইদুল গ্রীন ভয়েস, পরিবেশ রক্ষা ও বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা-প্রধান জনাব একরামুল হোসেন সরকার ও অধ্যক্ষ জনাব শহিদুল ইসলাম। গ্রীন ভয়েস সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন শাকিল, সদস্য সচিব মাহফুজার রহমান মাইদুল, যুগ্ম আহ্বায়ক জে.এন নুর, সদস্য ও (আরস) এর প্রতিষ্ঠাতা আলামিন মোহ, জেনারুল মিয়া, আমিনুল ইসলাম,কামরুল মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
রুহুল আমিন সরকার ভাইয়ের সার্বিক সহযোগিতায় ও সকলের উপস্থিতিতে প্রোগ্রাম সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় গ্রীন ভয়েস পরিবারের পক্ষ থেকে সকলকে সবুজাভ ভালোবাসা ❤️❤️????