গাইবান্ধার সুন্দরগঞ্জে গলায় ফাঁশ দিয়ে এনতাজ আলী (৩২) নামক এক খুদ্র ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতোলা বাজারে করাট কলের পার্শেই এক বাড়ীতে এ ঘটনা ঘটেছে। মৃত এনতাজ আলী পুর্ব সোনারায় গ্রামের সুকারু হাজীর পুত্র।
স্থানীয়রা জানান, এনতাজ আলী দীর্ঘদিন থেকে ছাইতানতোলা বাসারে পুরতন আসবার পত্র ও গাড়ী ব্যাটারী ক্রয়-বিক্রয় করতে। সুপাথে ছাইতানতোলা বাজারের পাশেই মিজানুর রহমানের বাড়ীতে ভাড়া থাকেন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ীর লোকজন কোনো সারা শব্দ না পেয়ে তাকে ডাকতে গেলে রান্নাঘরের ফাক দিয়ে তাকে ঝুলান্ত অবস্থায় দেখতে পায়। এঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সুুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ একে এম আজমিরুজ্জামান ঘটোনার সত্যতা নিশ্চিত করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।