প্রতি বছরের ন্যায় এবারও নোয়াখালীর সুবর্ণচরে ইকরা পাঠাগারের আয়োজনে বৃহৎ পরিসরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়েয় স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সুবর্ণচরের ছমিরহাট এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ইকরা পাঠাগারের বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সার্বিক তত্ত্বাবধানে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ নভেম্বর) বৈরী আবহাওয়ার মাঝেও উপজেলার ৩ টি কেন্দ্রে থেকে সকাল ১০ থেকে দুপুর ১২ পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হল চরজুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসা, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়, চরবাটা ইসমাঈলিয়া আলিম মাদ্রাসা। ইকরা পাঠাগার বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানায়- তারা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৪র্থ, ৫ম, ৮ম এবং ৯ম শ্রেণির শিক্ষার্থীদের থেকে বৃত্তি পরীক্ষা নেয়। পরীক্ষায় শ্রেণীভিত্তিক বিষয় হিসেবে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, আইসিটি ও আরবি বিষয় সমূহের উপর মোট ১০০ মার্কের পরীক্ষা নেয়, যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো প্রায় ১৭০০ জন। আর উপকূলীয় অঞ্চলে শিক্ষার বিস্তারণে বেসরকারি উদ্যোগে এটাই হচ্ছে সবচেয়ে বড় ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন।
সুবর্ণচর উপজেলা কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান চরজুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, চরজুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, সৈকত সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফারুক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ। এছাড়া অন্যান্য কেন্দ্রগুলোতে ইকরা পাঠাগারের সভাপতি ও চর জুবিলী রাব্বানীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. দাউদ হোসাইন, ইকরা পাঠাগারের সাধারণ সম্পাদক ও চরবাটা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: ইসমাইল হোসেন, ইকরা পাঠাগারের অর্থ-সম্পাদক ও চরবাটা আর.জি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
ইকরা পাঠাগারের বৃত্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর্থিক সহায়তা করেছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রেজাউর রহমান। ইকরা পাঠাগারের সভাপতি জানান, 'শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রতিবছর ইকরা পাঠাগারের উদ্যোগে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।পাঠাগারের সাথে সম্পৃক্ত সকল সদস্যবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় বৃহৎ পরিসরে এ বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন করা হয়।'
এদিকে চলমান সময়ে বেসরকারি উদ্যোগে শিক্ষকদের মাধ্যমে এমন বৃত্তি পরীক্ষাটি আয়োজন করাতে আনন্দিত শিক্ষার্থী এবং অভিভাবকগণ। অভিভাবকেরা প্রত্যাশা করছেন আগামীতে যেন পুরো নোয়াখালীব্যাপী এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। তারা মনে করেন, এ ধরনের বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিশুরা লেখাপড়ায় আরো বেশি মনোযোগী এবং উৎসাহিত হবে।
ইকরা পাঠাগার ১৯৯৭ ইং সালে প্রতিষ্ঠিত হয় এবং এর পরের বছর থেকে অদ্যবদি বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এছাড়াও প্রতিষ্ঠানটির উদ্যোগে সমাজসেবামূলক কার্যক্রম হিসেবে অসহায় পরিবারের জন্য আর্থিক সহয়তা, শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি, শিক্ষা উপকরণ সহায়তা, অসুস্থ রোগীর চিকিৎসা সহায়তা সহ নানাবিধ জনকল্যাণমুলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আর তাতে উপকৃত হচ্ছে সহায়তাপ্রাপ্ত সকল উপকারভোগীরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]