রংপুরের পীরগাছা কলেজ সরকারি ঘোষণা হওয়ার প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন এসএম আশাদুল ইসলাম। বুধবার (২২ নভেম্বর) দুপুরে এক অনাড়ম্বর ও গার্ড অব অনারের মাধ্যমে তাকে বরণ করে নেন কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসএম আশাদুল ইসলাম গাইবান্ধা সরকারি কলেজের অর্থনীতিতে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এরপর কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান সভাপতিত্বে এক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের প্রধান এজাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, সদ্য যোগদানকৃত অধ্যক্ষ এসএম আশাদুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বাবুল আকতার ও মাসুদুর রহমান, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক সৈয়দ হাবিবুর রহমান, আতাউর রহমান, মনোয়ার হোসেন ও অফিস সহকারী সৈয়দ ফজলুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মন্ডল, বিএম জিল্লুর রহমান, ইফতেখারুর রহমান, প্রভাষক ওয়াসিম মিয়া, জীবনকৃঞ্চ বর্মন, হাসান ফারুক এবং পীরগাছা সরকারি কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।
সদ্য যোগদানকৃত অধ্যক্ষ এসএম আশাদুল ইসলাম ১৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবন শুরু করেন। তিনি গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক পরিষদের পরপর ৫বার নির্বাচিত সম্পাদক। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির রংপুর অঞ্চলের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্বে আছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]