অভিমানী খাতা
সাবিনা সিদ্দিকী শিবা
আমি কবিতা খাই?
নাকি কবিতায় আমাকে খায়?
এতো কিছু দেই কিন্তু,
কবিতায় স্বাদ পাই না।
নাকি কবিতা লেখার,
মসলা ফুরিয়ে গিয়েছে মগজে?
আজ কাল কবিতারা,
লুকোচুরি খেলছে বুঝি দেদারে।
লিখতে চাই এক কথা,
শুরু হয় মাথা ব্যথা।
এটা নতুন এক যন্ত্রণা।,
কবিতা বেচে সুখ কিনতে চাই অযথা।
কেউ বুঝছে না কবির ব্যথা,
থিম পেলে হামলে পড়ে কবি লেখার খাতা।
আজ কাল আমার কি হলো,
লেখার কোন ছোঁয়া পরশ নেই
আমার লেখা কবিতার খাতায়
চাই ছেড়েই দিবো সব ছিড়েখুঁড়ে সাদা পাতা।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]