এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুর বিরামপুরে গহিন জংগলে ভুমিহীন আব্দুল জলিলের বসবাস। এমন সংবাদের ভিত্তিতে আজ (৪ঠা ডিসে:-২৩) বিরামপুর উপজেলার গহিন জংগলে অসহায় আব্দুল জলিলের পরিবার।
বিশাল এলাকা জুড়ে শাল বাগান ঠিক মাঝখানে আব্দুল জলিল ও তার একমাত্র স্ত্রী কে নিয়ে বসবাস। জানা যায়,তার গ্রামের বাড়ি ছিল চকশিলবানে কিন্তু ভাগ্যের কি পরিহাস সেই জায়গা টুকুও সে হারিয়ে ফেলেছে। মাথা গোজার মত কোন ঠাই নেই অবশেষে নিরুপায় হয়ে এই শাল বাগানের জংগলে ছোট একটি কুড়ে ঘর তৈরি করেছে। খেয়ে না খেয়ে চলে তার সংসার। দিনের বেলায় মানুষের বাড়িতে কিষান দিয়ে রাতে সেই কুড়ে ফিরে আসেন। এবিষয়ে আব্দুল জলিলের০১৭৩৭-২৮৮৯৫৭/০১৩০১১৭৫৬১১নিকট জানতে চাইলে তিনি বলেন,আমি সব কিছু হারিয়ে আজ পথের ফকির। এই জন্য মাথা গুজানোর জন্য এখানে আশ্রয় নিয়েছি। তিনি আরও জানান,এই কুড়ে ঘরটির উপর ফরেষ্টের চোখ পড়েছে। সময় অসময় আমাকে এই কুড়ে ঘর তুলিয়ে দেওয়ার হুমকি প্রদান করে আসছে। এ বিষয়ে স্থানীয় জনগণের নিকট জানতে চাইলে তারা জানান, উপজেলার জোতবানী ইউনিয়নের চকশিলবান জংগলে অসহায় ভূমিহীন আব্দুল জলিল নামের এই লোকটি অতি গরীব অসহায় মানুষ তার স্ত্রী কে নিয়ে জীর্ণশীর্ণ কুঁড়েঘরে একাকী ভাবে বসবাস করেন। আব্দুল জলিল আরো জানান,তার অসহাত্তের এবং ভূমিহীন এর কোন রকম থাকার জায়গা নাই এমনকি স্হানীয় প্রতিনিধি গন তাকে কোন প্রকার ভাতা ভোগীর সহযোগীতা করেন নাই। তিনি দিন আনে দিন খায় এভাবেই কেটে যায় সময়। তিনি স্থানীয় ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। এ বিষয়ে তার স্ত্রী মোছাঃ ছামছুন্নাহার বেগম জানান,আমরা অতি গরিব মানুষ আমাদের কোন বাড়িঘর নাই এবং স্থানীয়ভাবে আমাদের কেহ দেখভাল করেন না। সে জন্যেই আমরা এই জঙ্গলের মধ্যে একটি ঝাঁপড়ে কুঁড়েঘর তৈরি করে দিনযাপন করে থাকি। আমাদের দিকে অনুরোধ করছি বলে জানান। উক্ত জংগলটি এনরিচমেন্ট শাল বাগান নামে পরিচিত। গাছের সংখ্যা রয়েছে -২৫,৫০০ টি শালের গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য গাছ হল চিকরাশি,হরিতকী,বহেড়া,অর্জুন, আমলকি,সোনালু,জাম,জলপাই,লেবু, পেয়ারা। জঙ্গলটি ৪০.০০ হেক্টর জমির মধ্যে ১৭.০০ হেক্টর জমিতে অবস্থিত।
আরো জানা যায় এই জঙ্গলে থাকার কারণে যে কোন সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তারা উভয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনায় জোর দাবি জানান।।
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।