শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ
সাঘাটা উপজেলা জাতীয় পার্টির ৪ নেতাসহ ৫ শতাধিক কর্মীর আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বুধবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের একান্ত সহকারী তারিকুজ্জামান। তিনি জানান, বুধবার (৬ ডিসেম্বর) গাইবান্ধার সাঘাটা উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় নেতা অলিউর রহমান অলিদ, আহসান হাবিব রোজ, রফিকুল ইসলাম বাদল ও মোজাফফর রহমানের নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। তিনি জানান, যোগদান অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি মাহমুদ হাসান রিপন। তিনি জানান, বুধবার (৬ ডিসেম্বর) গাইবান্ধার সাঘাটা উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় নেতা অলিউর রহমান অলিদ, আহসান হাবিব রোজ, রফিকুল ইসলাম বাদল ও মোজাফফর রহমানের নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম মন্ডল, সাঘাটা উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট এসএম সামশীল আরেফিন (টিটু) ও সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]