সুন্দরগঞ্জ প্রতিনিধি,,,,
মোঃ- মশিউর রহমান প্রামাণিক,,,
অদ্য- ০৭/১২/২০২৩ইং-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে ২৯ গাইবান্ধা ১ আসনের নৌকা মনোনীত প্রার্থী মিসেজে আফরোজা বাড়ির নেত্রীতে সভা পরি চালনা হয় ,,, ইউনিয়ন,উপজেলা ও পৌরসভার যুবলীগ প্রেসিডেন্ট দের কে সঙ্গে নিয়ে নির্বাচনী মতবিনিময় সভাকরেন,,, ঘরোয়া ভাবে বৈঠকের মাধ্যমে,, এ সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা আ-লীগের সাধারণ সম্পাদক,ও উপজেলা চেয়্যারম্যান জনাব আশরাফুল আলম সরকার লেবু ও সুন্দরগঞ্জ উপজেলার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লিটু, ও সাধারণ সম্পাদক রেজাউল আলম সরকার রেজা চেয়ারম্যান ৫নং দহবন্দ ইউপি ও, ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্যানেল মেয়র জনাব মশিউর রহমান বিপ্লব ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনে বিধি নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেন।এবংপ্রতিটি ভোটারের দোরগোরায় পৌঁছে নৌকা মার্কার ভোট চাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।,,,
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]