জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়
দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন। .
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ধনবাড়ীতে নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পৃথক পৃথক স্থানে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সকাল ১০টায় উপজেলা চত্বরে জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উত্তোলনের পরে আলোচনাসভায় অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
সভাপতি আশরাফ হোসেন এর সভাপতিত্বে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়’ শীর্ষক আলোচনা করেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন।
এসময় ছিলেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি ফারাহ্ ফাতেহা তাকমিলা, প্রাক্তন শিক্ষক লাকি, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, বেসরকারি সংস্থা নিজেরা করি, সকল সদস্যবৃন্দ
প্রমুখ।
এবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মূল স্লোগান ছিল ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সততা সংঘের সদস্য, স্কাউটস্, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]