নিজস্ব প্রতিবেদকঃ
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম জানান।
মৃত ফুয়াদ আল খতিব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আমিনুল ইসলামের ছেলে।
প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম বলেন, “যতটুকু জানতে পেরেছি, ফুয়াদ গতকাল রাতে বাড়ি থেকে ফিরে হলে অবস্থান করছিলো। সকাল থেকে দুপুর পর্যন্ত সে কক্ষ থেকে বের না হওয়ায় অন্যান্য শিক্ষার্থীরা দরজা খুলে ভিতরে প্রবেশ করেন।
“কিন্তু কোনো সাড়াশব্দ না পাওয়ায় তারা আমাকে জানান। ঘটনাস্থলে গিয়ে আমি ফুয়াদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। পরে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ফুয়াদের কক্ষের দরজা খোলা ছিল এবং মুখ দিয়ে রক্ত পড়ছিলো। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে বলেও জানান এ প্রাধ্যক্ষ
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]