শহীদুলইসলাম শহীদ,(গাইবান্ধ) প্রতিনিধিঃ
গাইবান্ধারসুন্দরগঞ্জেকৃষি যান্ত্রিক প্রকল্পের আওতায়৫০%ভর্তুকিতে কম্বাইন হারভেষ্টার মেশিনসহ কৃষি উপকরণ দ্রুব বিতারণ করেছেন।
কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় দশ হাজার কৃষকের মাঝে বারি মৌসুমি ফলন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়া সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ২জন কৃষককে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় পঞ্চাশ ভাগ ভর্তুকি দামে বাংলামার্ক লিমিটেডের পক্ষ থেকে কম্বাইন হারভেষ্টার মেশিন দেওয়া হয়।
সোমবার ( ১১ ডিসেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, ছাপরহাটি ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্তামি, বাংলামার্ক লিমিটেডের রংপুর বিভাগ ডিপ্লোমার নুর আলম সরকার, বাংলামার্ক লিমিটেডের ম্যানেজার গাইবান্ধা পলাশ চন্দ্র রায় প্রমুখ।
এসময় ৩৩ লাখ টাকা দামের কম্বাইন হারভেষ্টার মেশিন ১৬ লাখ ৫০ হাজার টাকায় গ্রহণ করেন উপজেলার রামজীবন গ্রামের হায়দার আলীর পুত্র রানা মিয়া ও বামগঞ্জ গ্রামের আলম মিয়ার পুত্র মোখলেছুর রহমান। ৪ লাখ টাকা জমা ও বাকী টাকা ২ বছর মেয়াদি কিস্তিতে পরিশোধ করবেন।