দেলোয়ার হোসেন টাঙ্গাইল জেলা ক্রাইম রিপোর্টার
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধনবাড়ী বাজারে গতকাল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে। বিকেলে ধনবাড়ী উপজেলার ধনবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন ধনবাড়ী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা । এ সময় ২ ব্যবসায়ীকে অর্থদন্ডে দন্ডিত করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতিহা তাকমিলা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ধনবাড়ী উপজেলার ধনবাড়ী বাজারে অভিযান পরিচালনা করা হয় এ সময় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করার দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ওই অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
এ সময় ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]