1. [email protected] : Ataur Rahman : Ataur Rahman Mukul
  2. [email protected] : Eiditor 1 : Eiditor 1
  3. [email protected] : Ataur Rahman : Ataur Rahman
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাব এর নতুন কমিটির গঠিত সুন্দরগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু গাইবান্ধায় জামায়াতের আমীরের আগমন উপলক্ষে সুন্দরগঞ্জ জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের শ্রদ্ধা সুন্দরগঞ্জে প্রাণি সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল— জনবল সংকটে সেবা বিঘ্নিত,সাবস্টেশন বন্ধ লেখক সংসদের মুখপত্র ‘ঐতিহ্য’র মোড়ক উম্মোচন নীলফামারীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মার্চে খুলে দেয়া হবে তিস্তা পিসি গার্ডার সেতু – প্রধান প্রকৌশলী সুন্দরগঞ্জে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

জাতীয় পার্টি সহযোগি শক্তি হিসেবে কাজ করছে : রংপুরে তথ্যমন্ত্রী

রিয়াজুল হক সাগর, রংপুর।
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯ Time View

রিয়াজুল হক সাগর,রংপুর।

জাতীয় পার্টি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগি শক্তি হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে রংপুরে আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে নির্বাচনী নির্দেশনা ও মতবিনিময় সভায় অংশ নিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জাতীয় পার্টির সাথে এই নির্বাচনে জোট ও আসন বন্টন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, জাতীয় পার্টি আমাদের মিত্র। ১৫ বছর ধরে একসাথে গণতন্ত্র রক্ষায় ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের সাথে কাজ করছে। এই নির্বাচনেও জাতীয় পার্টি আমাদের সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। জাতীয় পার্টিসহ আমরা ২০০৮ সালে নির্বাচন করেছি, ২০১৪ সালে ও ২০১৮ সালেও জোটবদ্ধ নির্বাচন হয়েছিলো। তবে এই নির্বাচনেও আলোচনা চলছে, তারা স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে প্রায় ৩০০ আসনে প্রার্থীতা দিয়েছে। তবে আমাদের অনেকের সাথে কৌশলগত জোট হবে। স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে প্রতিদ্বন্দিতামূলক করতে স্বতন্ত্র প্রার্থী মাঠে আছে, তবে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে। দলীয় কিংবা স্বতন্ত্র প্রার্থী কোন প্রভাব বিস্তার করার চেষ্টা করলে, সেটা আমরা দলগতভাবে সেটা দেখবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যারা প্রতিহত করতে চেয়েছে, তারা এখন পালিয়েছে বলে করে মন্ত্রী বলেন, বিদেশী অনেক রাষ্ট্র যারা দ্বিধাদ্বন্দে ছিলো, নির্বাচন পর্যবেক্ষণ পাঠাবে কি পাঠাবে না, তারাসহ ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষণ পাঠাচ্ছেন। মন্ত্রী আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৪৪ টি দলের মধ্যে ৩০ টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিয়েছে। প্রত্যেকটি আসনে গড়ে ৭ জন করে প্রতিদ্বন্দিতা করছেন। বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করেছিলো, তারপর সেই সব নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পরেছে। এবারের নির্বাচনও প্রতিদ্বন্দিতামূলক, উৎসাহ ব্যাঞ্জক, দেশের মানুষের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে অনেক উন্নত দেশে যে পরিমান ভোটার উপস্থিতি হয় না, তার থেকে বেশি ভোটার উপস্থিতি হবে ইনশাআল্লাহ। ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশনের অধীনে দেশের সকল রাষ্ট্রযন্ত্র কাজ করছে। নির্বাচন কমিশন যা চাচ্ছে সরকার তা বাস্তবায়ন করছেন। আপনারা জানেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন দেশের অধিকাংশ ইউএনও, ওসিদের বদলি করেছেন, অনেক ডিসি এসপিদের বদলি করেছে। অতীতে এরকম ঘটনা ঘটেনি। সবমিলিয়ে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অনেক কঠিন। পরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের উদ্যোগে নির্দেশনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কেন্দ্রীয় সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা বেগম রুমি। সভায় আওয়ামী লীগের রংপুর বিভাগের জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

@ দৈনিক বাংলা ৭১ প্রতিদিন পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও সর্বস্বত্ব সংরক্ষিত।

Theme Customized BY LatestNews