এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
-দিনাজপুর বিরামপুরে বন বিভাগের জায়গায় বাড়ি তৈরি অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর-২০২৩) বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে বন বিভাগের জায়গার উপর বিল্ডিং বাড়ি তৈরির অভিযোগ উঠেছে।
উক্ত ঘটনা স্বরেজমিনে জানা যায়,খানপুর ইউনিয়নের পান্নাতপুর অন্তর্ভুক্ত বন বিভাগের জায়গার উপর একটি বিল্ডিং বাড়ি তৈরি হয়েছে। মহলার অন্তর্ভুক্ত বেশ কিছু বাড়ি ইটের দেয়ালে বেষ্টিত কিছু বাড়িঘর রয়েছে। যার মধ্যে সামান্য কয়েকটি বাড়ি রয়েছে মাটির তৈরি ও উপরে রয়েছে ঢেউটিন কিন্তু একটি বাড়ি রয়েছে বিল্ডিং বাড়ি। কিন্তু বেশি অংশের জায়গায় জুড়ে রয়েছে বন বিভাগের জায়গা। উক্ত স্হানের বাড়ি গুলি ইট দিয়ে ঘেরা ও শাওনিতে রয়েছে ঢেউটিন। তবে উক্ত মহল্লায় একটি বিল্ডিং বাড়ি তৈরি হয়েছে। ইট দিয়ে বিল্ডিং বাড়ি তৈরি পান্নাতপুর মহল্লার আনন্দ্র এসটুডুর স্ত্রী শ্রী রানি ও তার ছেলে নির্মলের দ্বারা উক্ত বাড়িটি তৈরি হয়েছে বলে স্হানীয় মহল্লাবাসির নিকট থেকে জানা যায়। ওই সময় বাড়িতে ছিল শ্রী রানী,তার নিকট জানতে চাইলে তিনি জানান,আমি অনেকদিন ধরে এই বাড়িটি নির্মাণ করেছি। কিন্তু বন বিভাগের প্রায় সকল কর্মকর্তা এ বিষয়ে সব জানেন কিন্তু তারা আমাকে কোন প্রকার বাধা নিষেধ করেন নাই। যদি তারা আমাকে বাধা নিষেধ করত তবে আমি এই বিল্ডিং তৈরি করতাম না । এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা রবিউল ইসলামের নিকট ১৮ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২৮ মিনিট কয়েকবার ০১৯১২-৫৯০৪৮৫ নাম্বারে মুঠোফোন ও দিনের বেলায় অনেক বার মোবাইলে ফোন দিয়েও কল রিসিভ হয় নাই। বন বিভাগের জায়গার উপর আইন অমান্য করে ঘরবাড়ি তৈরির ধুম পড়েছে বলে মনে হয়। বন বিভাগের জায়গায় অবৈধভাবে এমন বাড়িগুলি হয়েছে। এ বিষয়ে স্থানীয়রা জানান উক্ত বিল্ডিং তৈরীর বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জড়িত রয়েছে। উক্ত বিষয়ে সরজমিনে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থার জোর দাবি জানান স্থানীয় জনসাধারণ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]