গোলাম রাব্বি সবুজ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ ঢাকা ২০ ধামরাই আসনে বিভিন্ন দলের মোট ০৭ জন প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ প্রতীক বরাদ্দের ঘোষণা করেন।
ঢাকা২০ ধামরাই আসনে সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী ০৭ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন দলের মনোনীত প্রার্থী ০৫ জন। তারা হলেন, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেনজীর আহমদ , লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খান মোহাম্মদ ইস্রাফিল খোকন ,
ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী রেবেকা সুলতানা,
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি) মনোনীত প্রার্থী মো: মিনহাজ উদ্দিন, মুক্তিজোট মনোনীত প্রার্থী মো: আমিনুর রহমান, এছাড়াও এ আসনে ০২ জন স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সদ্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেস হোসেন, ও ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম.এ. মালেক।