আমিরাত প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বাংলাদেশ কনসুলেটে তিন দিনব্যাপী অনুষ্ঠিত বিজয় উৎসব ও বইমেলা গতকাল শেষ হয়েছে। মেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ থাকলেও বই ক্রেতা তেমন একটা চোখে পড়েনি। মেলায় ৩০টি প্রকাশনী স্টলের মধ্যে উপস্থিত ছিলো কয়েকটি। স্টলগুলো ঘুরে দেখা গেছে, নতুন কিংবা পাঠকপ্রিয় কোনো বই নেই। তাই ক্রেতাদেরও আকৃষ্ট করতে পারেনি বাংলাদেশ থেকে আসা প্রকাশনী সংস্থাগুলো।
গতকাল বিকাল ৫টা থেকে শেষ পর্যন্ত মেলা প্রাঙ্গণে প্রবাসীদের আগমন ছিলো চোখে পড়ার মতো। তবে চটপটি ফুচকা এবং রেস্টুরেন্টে ব্যবসা সফল হয়েছে এমনটাই বলেছেন কয়েকজন ব্যবসায়ী।
অপরদিকে, এক্সচেঞ্জসহ কমিউনিটির স্টলগুলোতে উৎসবমুখর পরিবেশ ছিল লক্ষ্যনীয়। বিজয় উৎসবে দেশীয় সংস্কৃতি, বাংলাদেশের কৃষ্টি-কালচার, ঐতিহ্য প্রবাসের মাটিতে বিকশিত হয়েছে। জমে উঠেছে সংগীত অনুষ্ঠানও। দূর-দূরান্ত থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন শিল্পী তামান্না হকের গানে গানে আনন্দও উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]