মুন্সীগঞ্জ প্রতিনিধি
-মুন্সীগঞ্জের ৩টি আসনের ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩ ধাপে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
মুন্সীগঞ্জ-১ মুন্সীগঞ্জ-২ মুন্সীগঞ্জ-৩ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিচ্ছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুজাফর রিপন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ-১, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মুন্সীগঞ্জ-২ এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জ-৩ আসনের প্রতীক বরাদ্দ দেয়া হয়।
জেলা প্রশাসকের সভাকক্ষে প্রার্থী ও প্রার্থীর মনোনিত প্রতিনিধি কাছে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুজাফর রিপন। এ সময় আর উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ প্রমুখ।
(মুন্সীগঞ্জ-১) আসনে প্রতীক পেলেন যারা: বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন আহমদে (নৌকা), আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীর (ট্রাক), বিকল্পধারা বাংলাদেশের মাহি বদরুদ্দোজা চৌধুরী (কুলা), তৃণমূল বিএনপির অ্যাডভোকটে অন্তরা সেলিমা হুদা (সোনালী আঁশ), জাতীয় পার্টির অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম (লাঙ্গল), বাংলাদশে সুপ্রিম পার্টির লতিফ সরকার (একতারা), বাংলাদেশ খেলাফত আন্দোলন আতাউল্লাহ (বটগাছ), ন্যাশনাল পিপলস পার্টির দোয়েল আক্তার (আম) ও বাংলাদেশ কংগ্রেসের নূর জাহান বেগম রিতা (ডাব)।
(মুন্সীগঞ্জ-১) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৮৬। এর মধ্যে মহিলা ভোটার ২ লাখ ৪৭ হাজার ১৩৮ জন, পুরুষ ভোটার ২ লাখ ৬১ হাজার ৮৪৭ জন। এছাড়া জেলায় একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। মুন্সীগঞ্জ-১ আসনে মোট প্রার্থী ৯ জন।
(মুন্সীগঞ্জ-২) সংসদীয় আসনে প্রতীক পেলেন যারা: বাংলাদশে আওয়ামী লীগের মনোনীত সাগুফতা ইয়াসনি এমিলি (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনা (ট্রাক), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) মো. জালাল ঢালী (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ সহিদুর রহমান (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের কামাল খাঁন (ডাব), সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইরাজ খান (ঈগল), তৃণমূল বিএনপির মো. জাহানূর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. বাচ্চু শেখ (টেলিভিশন) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নূরে আলম সিদ্দীক (ছড়ি)।
(মুন্সীগঞ্জ-২) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৫১৬ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৯৭৮ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫৩৮ জন। এ আসনে মোট প্রার্থী ৯ জন।
(মুন্সীগঞ্জ-৩) আসনে প্রতীক পেলেন যারা: বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস (নৌকা), আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব (কাঁচি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মোহাম্মদ শাহীন হোসেন (ছড়ি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের বাবুল মিয়া (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ দুলাল হোসেন মণ্ডল (একতারা), জাতীয় পার্টির এএফএম রফিকুল্লাহ সেলিম (লাঙ্গল), স্বতন্ত্র মোহাম্মদ আজিম খান (ঈগল), স্বতন্ত্র চৌধুরী ফাহরিয়া আফরিন (কেটলি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মমতাজ সুলতানা আহমেদ (টেলিভিশন) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ওমর ফারুক (মোমবাতি)।
(মুন্সীগঞ্জ-৩) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ২৪৫ জন। মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৭৩৬ জন ও পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৫০৯ জন। এ আসনে মোট প্রার্থী ১০ জন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]