মো; দেলোয়ার হোসেন টাঙ্গাইল জেলা ক্রাইম রিপোর্টার
টাঙ্গাইল ১ আসনের কৃষি মন্ত্রী নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা সভায় বাধা প্রদান করায় মধুপুর উপজেলা আওযামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু সহ চারজনের বিরুদ্ধে অনাস্থার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অনাস্থা জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট ইয়াকুব আলী। লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন ইউনিয়নের কেন্দ্র কমিটি গঠন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর বুধবার উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের হাসনই এলাকায় কেন্দ্র কমিটি গঠন করার সময় মঞ্চ ভাংচুর এবং দলীয় নেতা কর্মীদের উপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু এর লোকজন অতর্কিত হামলা চালায় এতে কয়েকজন নেতা কর্মী আহত হন।
তিনি আরও জানান ছরোযার আলম খান আবু ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচারীতার মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। নির্বাচনী প্রচারনায় বিভিন্ন স্হানে তার অনুসারীরা বাধা প্রদান করে আসছেন যা নির্বাচনের ব্যাপকক্ষতি হচ্ছে বলেও উল্লেখ করেন।
এর পরিপ্রেক্ষিতে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটি এক জরুরি আলোচনা সভার আয়োজন করেন। উক্ত সভায় ৪১বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা খান বাবলু ও শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামছুল আরেফিন শরিফকে অনাস্থা প্রধান করা হয়। অনাস্থা প্রস্তাব রেজুলেশন আকারে টাঙ্গাইল জেলা কমিটির নিকট প্রেরন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
এসময় উক্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতির অনউপস্হিতিতে এডভোকেট ইয়াকুব আলীকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনউপস্হিতিতে যুগ্মসাধারণ সম্পাদক মীর ফরহাদুল আলম মনিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
মধুপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, জেলা কমিটির সদস্য ডাঃ মীর ফরহাদুল আলম মনি, সহ সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,আইন বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সেলিম, যুবলীগের সভাপতি খকদকার আলমগীর হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আনিসুর রহমান আনিস,যুবলীগ নেতা মাজেদুল ইসলাম মালেক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীব সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
তাং-২২-১২-২০২৩