এম,ডি রেজওয়ান আলী বিরামপুর,দিনাজপুর প্রতিনিধি-
বিরামপুর খানপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে কয়েকটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আজ শনিবার (২৩ ডিসেম্বর-২০২৩) দিনাজপুর বিরামপুরের খানপুর ইউনিয়নের প্রয়োগপুর (নটকুমারী) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে দোকানসহ কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়। এবিষয়ে স্হানীয়দের মতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উক্ত আগুনের সুত্রপাত হয়েছে। আজ দিবাগত রাত আনুমানিক ২.৪৫ মিনিটের সময় হঠাৎ করে আগুন লাগে যায়। এতে করে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। উক্ত আগুন দিয়ে পুড়ে যাওয়া ৪টি দোকানের মধ্যে ছিল ১ টি কাপড় ও ১টি পেট্রল ও ডিজেল তেলের দোকান। স্হানীয়রা জানান,দোকান গুলোর মধ্যে পেট্রল ও ডিজেল তেলের দোকান থাকায় আগুনের তীব্রতা বেশি হয়েছিল বলে জানা যায়। স্থানীয় বিরামপুর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৪০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চারটি দোকান পুড়ে ছাই। এবিষয়ে পুড়ে যাওয়া দোকান মালিকদের সাথে যোগাযোগে জানা যায়,প্রায় সাড়ে ৭ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
স্হানীয় জনসাধারণ বৈদ্যুতিক থেকে আগুন লাগার কারন ক্ষতিয়ে দেখার জোরদাবি জানান। তারা আরও জানান,বৈদ্যুতিক লাইন ও ক্যাবল সঠিক ভাবে স্হাপন না করা ও সঠিক ভাবে তদারকি না করার প্রধান কারন এই দূর্ঘটনা। ক্ষতিগ্রস্ত দোকানিরা ক্ষতি সাধনের লক্ষে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]