মামুনুর রশিদ মামুন, স্টাফ রিপোর্টার
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ১০ বছরের শিশু সিয়াম কে মারধরের অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষকের উপর। অভিযুক্ত শিক্ষক ভালুক ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক ও ৬নং মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর ভালুক ডাঙ্গা এলাকার মছির উদ্দীনের ছেলে মো: সুনতান মাহমুদ। মারধরের শিকার ১০ বছরের শিশু সিয়াম যশাই প্রি ক্যাডেড মডেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের কামরুজ্জামানের ছেলে।
ঘটনা ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২১শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টার সময় ভালুক ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলার ছলে ঝগড়া হয় শিশু সিয়াম ও সুলতান মাহমুদের ছেলের। ঐ ঝগড়াকে কেন্দ্র করে পার্শ্বতী গ্রামের কামরুজ্জামানের বাসায় গিয়ে তার দশ বছরের শিশু সিয়ামকে বাড়ি থেকে বের করে এলোপাতারি ভাবে মারধর করে। সুলতান মাহমুদ এতই মারমুখী ছিল যে তার উপুর্যুপরি আঘাত দেখে শিশু সিয়ামের মা বৃষ্টি আক্তার এগিয়ে আসলে স্বজোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় সুলতান মাহমুদ। প্রতিবেশী লোকজনের সহযোগিতায় শিশু সিয়ামকে রক্তাক্ত জখমী অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করােনা হয়।
এ বিষয়ে কথা বলার জন্য শিক্ষক সুলতান মাহমুদকে একাধিকবার ফোন করা হলো তিনি ফোন রিসিভ করেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]