রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:
সাহিত্য ও সংস্কৃতি সংগঠন ফিরেদেখা'র আয়োজনে শনিবার বিকালে ৩:০০ ঘটিকায় পাবলিক লাইব্রেরী, রংপুর হলরুমে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শামীমা আখতার'র উপন্যাস গ্রন্থ 'অদ্বিতীয়া পারুল' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিরেদেখা উপদেষ্টা লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুজাহিদুল ইসলাম, বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগ, রংপুর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক উমর ফারুক, বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক রানা মাসুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, লালমনিরহাট তাজুল ইসলাম মন্ডল, প্রকাশক সাকিল মাসুদ, অভিযাত্রিক সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান বাবু, এ এস এম হাবিবুর রহমান, কবি ও প্রাবন্ধিক বিমুলেন্দু রায়, কবি ও গীতিকার সূফী জাহিদ হোসেন, ভালবাসার কবি জোসেফ আক্তার ফিরেদেখা সভাপতি এমাদ উদ্দিন মিয়া প্রমূখ। উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী,সাহিত্য একাডেমী সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, রিয়াজুল ইসলাম, মোসাদ্দেক,খালিদ, রেহানা,তাজ ই নুর সহ অর্ধ শতাধিক কবি ও শিক্ষক।রংপুর বিভাগের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোড়ক উন্মোচন উদযাপন কমিটির আহ্বায়ক ময়নুল ইসলাম ও প্রধান শিক্ষক রবিউল সাঈদ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]