৭ নং শুভরাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন
ইমাদুল ইসলাম, অভয়নগর যশোর প্রতিনিধি
আগামী ৭ ইং জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন – এ ৮৮ যশোর – ৪ আসন। (সঅভয়নগর – বাঘারপাড়া ও বসুন্দিয়া) বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। এনামুল হক বাবুল কে নৌকা মার্কয় ভোট দিয়ে। অভয়নগর, বাঘারপাড়া বসুন্দিয়া সাধারণ মানুষের পাশে থেকে দেশের উন্নয়ন করতে চাই। অভয়নগর যেসব রাস্তার বৃষ্টির সময় যোগাযোগ সুবিধা উন্নয়ন করতে পারেন সে জন্য ৭০ % ভাগ ভোটের মাধ্যমে বিজায়ী করতে হবে বলে। আওয়ামীলীগের নেতাবিন্দু এক কথা এনামুল হক বাবুল বিপুল ভোটের মাধ্যমে বিজায়ী করতে চাই। সাবেক সংসদ সদস্য হুইপ অধ্যাপক আবুল ওহাব। তিনি বলেন আমি সংসদ সংসদ হুইপ থাকা কালো যে সব কাজ করতে পারিনি সেই কাজ করতে পারেন যাতে। এনামুল হক বাবুল কে নৌকা মার্ক সকলকে ভোট দিতে বলেন।