ধামরাই (ঢাকা) প্রতিনিধি।
ঢাকা-২০ দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বেনজীর আহমেদের উঠান বৈঠকে "ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট কে বা কীভাবে হয় তা দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন"
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের গোয়ালদি উত্তরপারা এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী বেনজীর আহমেদের উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এব্যাপারে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য আওলাদ হোসেনের মুঠোফোনের মাধ্যমে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।
এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এধরনের কোন অভিযোগ আমরা পাই নি। অভিযোগ পেলে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে পাঠানো হবে। তারা বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]