ইমাদুল ইসলাম, যশোর জেলা, ( প্রতিনিধি )
আজ এস, আর, শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়েদর বার্ষিক পরীক্ষা - ২০২৩ ইং। আজ মঙ্গলবার সকল ১০,০০ টা সময় এস,আর. মাধ্যমিক বিদ্যালায় বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ ও মেধাবী ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ আয়োজন করেন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব, ইকবাল মোল্যা সভাপতি করেন। উক্ত প্রতিষ্ঠানের লিটন কুমার ঘরামী প্রধান শিক্ষক (ভারাপ্রাপ্ত)
এস আর, শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয় সকল শিক্ষক বিন্দু উপস্থিত ছিলেন অভয়নগর যশোর।
আরো অবিভাবক সদস্য মোঃ লালন কাজী তিনি বলেন ছাত্র - ছাত্রীদের অবিভাবকের উদ্যোসে বলেন ঠিক মতো পাড়াশুনার খিয়াল নিতে হবে। ছেলে মেয়েরা কি ঠিক মতো বিদ্যালায় যাছে কি না খোজ খবর নিতে হবে। তিনি আরো বলেন ছেলে মেয়েদের হাতে কোনো ভাবে টায়াজ ফোন না দিতে। ফোন দিলে ভালোভাবে লেখাপড়া করবেনা। আরো অনেক ছাত্র -ছাত্রীদের উদ্যোসে বলেন আগামী বছরে ভালো করে লেখাপড়া করতে হবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]