শহীদুল ইসলাম শহীদ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ
জাতীয় শিশু কিশোর সংগঠন শাপলা কুঁড়ির আসর বামনডাঙ্গা শাখা কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১’শ ৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সন্ধায় কার্যালয় চত্বরে কম্বল বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদুর রহমান, গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জসিম উদ্দিন, শাপলা কুঁড়ির আসরের বামনডাঙ্গা শাখার সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক সৌমেন্দ্র নাথ চক্রবর্তী মিঠু, সাবেক প্রফেসর মো: আলমগীর, আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, রায়হান কবির রনি, রেজওয়ান খান রুদ্র, মিনহাজুল ইসলাম খান অপু, সাকিব, শান্ত, সজীব, মিঠু প্রমুখ। আলোচনা শেষে ১’শ ৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ ও আসরের নেতৃবৃন্দ।