মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী
অদ্য ০১/০১/২৪ ইং সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ই জানুয়ার ২০২৪ ইং উপলক্ষে নরসিংদী-৩ শিবপুর থেকে জনগণের মনোনীত ঈগল মার্কার প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার ঈগল মার্কার সমর্থনে , শিবপুর উপজেলার ঘাশির দিয়া ঈগল মার্কার লিফলেট বিতরণ ,গনসংযোগ ও উঠান বৈঠক করেন । উক্ত এলাকা থেকে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার ঈগল মার্কার সমর্থনে একাধিক মিছিল আসিয়া উঠান বৈঠকে যোগ দিয়ে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার ঈগল মার্কার পক্ষে আনন্দ উল্লাসের মাধ্যমে, উঠান বৈঠক কে জনসভার রূপান্তরিত করেন।শিবপুর উপজেলা আয়ূবপুর ইউনিয়ন ১,২,৩, নং ওয়ার্ড থেকে আগত জনসাধারণের নিকট ঈগল মার্কায় ভোট চাওয়ার মাধ্যমে কৌশল বিনিময় ও বক্তব্যের সময় ঈগল মার্কার পক্ষে ব্যাপক সাড়াপান আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। মামুন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা মহোদয় , জেলা, উপজেলা , আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ ,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ আয়ূবপুর ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ড ঈগল মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও যুবলীগ নেতা রমজান মিয়া , আইফোন ইউনিয়ন আইয়ুব পুর ইউনিয়ন পরিষদ সদস্য মোর্শেদ মেম্বার স্থানীয় আওয়ামীগ নেতা, অন্যান্য নেতৃবৃন্দ । নেতা কর্মীরা ঈগল মার্কার সমর্থনে মিছিলে নিয়ে উঠান বৈঠক কে যোগ দেন । এলাকাবাসী ও সাধারণ মানুষ আশা করেন সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা মহোদয় এমপি নির্বাচিত হবেন এবং শিবপুরে ব্যাপক উন্নয়ন হবে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ও অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আলহাজ্ব,সিরাজুল ইসলাম মোল্লা মহোদয়ের পক্ষেই সম্ভব।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]