তপন দাস,নীলফামারী প্রতিনিধি
"স্মার্ট যুব সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ ( টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২ মাসব্যাপী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আলী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এবিএম সারোয়ার রাব্বী, অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, প্রশিক্ষক নন্দ চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদুল আলম ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার মোশাররফ হোসেন প্রমুখ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ে বিষয়ে বিস্তারিত ধারনা দেওয়া হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে ৪০ জন যুবক ও যুবতী অংশগ্রহণ করছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]