দেলোয়ার হোসাইন
সবথেকে বিচিত্র সংসার জীবন।
একজন পুরুষকে সংসারের খুটি বলা হয়। সেই খুটিকে হতে হয় অটুট।
সেই পুরুষ নামক খুটির আশ্রয়ে মা-বাবা, স্ত্রী-সন্তান, ভাই-বোন বাসা বাধে।
সেই পুরুষ কে পরিবারের সকল সদস্যর খেয়াল রাখতে হয়।
খোজ খবর নিতে হয়।
সেই পুরুষের কর্তব্য হল মা-বাবা। আর স্ত্রী-সন্তান হলো দায়িত্ব। মা-বাবার জন্য বরাদ্দ রাখতে হয় সন্মান,
কারন, মা তাকে দুনিয়ার সবচেয়ে অসহায় সময়ে বুকে আগলে রেখেছে আর বাবা সকল অভাব -দারিদ্র্য-কষ্ট পিঠে বহন করে থাকে সমাজে মাথা উচু করে দাড় করিয়েছে। শেষ বয়সে এই সন্মানটা সকল মা-বাবার সুখময় প্রাপ্য।
আর স্ত্রী-সন্তান হলো ভালোবাসার সম্পদ।
সঠিক বুদ্ধি, সঠিক পথ, সঠিক পরামর্শ দানকারী স্ত্রী পুরুষের নিয়ামত সরূপ।
কিন্তু যে পুরুষ অন্যর কথায় নিজের বিবেক বুদ্ধি বিলুপ্ত করে অন্ধ হয়ে থাকে যে নিতান্তই কাপুরুষ সরূপ।
যে অন্যর প্ররোচনায় মা-বাবাকে অসন্মান করে, সত্য মিথ্যাকে যাচাই না করেই তাদেরকে কষ্ট দেয়। যে পুরুষ অন্যর কথায় স্ত্রীকে অবহেলা করে, তাচ্ছিল্য করে সে আর যাই হোক পুরুষ নয়। সেই পুরুষ নামক খুটির সংসারে ধ্বংস অনিবার্য।
সফল পুরুষ তো সেই যে মা-বাবা, স্ত্রীকে যোগ্য সন্মান দিয়ে এক খুটির তলায় থাকতে পারে।
সেই সফল যে সব দিকেই সঠিক ব্যালেন্স রেখে সংসারে শান্তি বজায় রাখে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]