জেটিআইটি ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও পুর্নাঙ্গ কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক-
জেটিআইটি ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন। জেটিআইটি ফাউন্ডেশন সরকারি রেজিষ্ট্রেশন ভুক্ত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। যার গভঃ রেজিষ্ট্রেশন সি- ১৯২৭৫১/২০২৩। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২৩ সালের ৪ জানুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম।
স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,ফ্রি মেডিকেল ক্যাম্পিং, অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ,অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য সহযোগিতা করা, ডায়াবেটিস, হেপাটাইটিস বি ,HIV পরীক্ষা,শ্বাসকষ্ট রোগীদের নেবুলাইজার গ্যাস দেওয়া ও বাল্যবিবাহ বন্ধে সামাজিকভাবে ব্যবস্থা গ্রহণ করা,এতিমখানায় অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচী। এসব নিয়ে কাজ করে যাচ্ছে জেটিআইটি ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।
জেটিআইটি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ সজল চন্দ্র বলেন জেটিআইটি ফাউন্ডেশন” একটি মানব কল্যাণ সংগঠন। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে অসহায় হতদরিদ্র মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়।
এমনি প্রেক্ষাপটে কয়েকজন সচেতন তরুণ তরুণী নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে। আর এভাবেই ২০২৩ সালের ৪ জানুয়ারি সচেতন তরুণ তরুণীদের সক্রিয় উদ্যোগে এই স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের স্বপ্ন মানবতার সেবা, যদি হই রক্তদাতা জয় করবো মানবতা, একের রক্ত অন্যের দান বাঁচাতে পারে একটি প্রান, মানব সেবায় আত্মতৃপ্ত, এই স্লোগানকে বুকে ধারণ করে জেটিআইটি ফাউন্ডেশন পদযাত্রা শুরু হয়।