দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টার:
প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার রাতে উপজেলার পাঁচপীর বাজার বঙ্গবন্ধু শিশু নিকেতন মাঠে নির্বাচনী সমাবেশে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর লাঙল মার্কার পক্ষে ভোট চাইলেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক।
তিনি বলেন, আওয়ামীলীগের সভাপতি দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে জানিয়েছেন, গাইবান্ধায় দুইটি আসনে জাতীয় পাটিকে দেয়া হয়েছে। তাই জোট প্রার্থীর পক্ষে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। জেলা আওয়ামীলীগ সভাপতি আরও বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি কেউ কাজ করেন, তাহলে তার পরিনতি ভাল হবে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সুখে খাইতে ভুঁতে কিলাই। সকল নেতাকর্মীকে লাঙলের পক্ষে কাজ করার আহবান জানান।
চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ক্রীটি ঠাকুরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক মন্ডল, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সৈয়দা মাসুদা খাজা, জোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাজেদুল ইসলাম, সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক ও চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মেহেদী মোস্তাফা মাসুম প্রমুখ।
বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে, যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাদের এখনো সুযোগ আছে, জোট প্রার্থীর পক্ষে কাজ করার। দল নয়, দেশের স্বার্থে জোট প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। দলমত ভুলে গিয়ে জোট প্রার্থীর পক্ষে কাজ করার জোড় দাবী জানান বক্তাগণ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]