দেলোয়ার হোসাইন,স্টাফ রিপোর্টার
গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা তারাপুর ইউনিয়নে চাচিয়া মীরগঞ্জ গ্রামে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সহ সকল ধর্মের প্রান্তিক দরিদ্র ও সংকটে নিপতিত মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে বহুমুখী সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে গড়ে উঠেছে – মসজিদ ডট লাইফ।
শুক্রবার দুপুরে উপজেলার তারাপুর চাচীয়া মীরগঞ্জ বাইতুন নুর জামে মসজিদে ১১৪০ ব্রাঞ্চ কর্তৃক ঋনগ্রহীতাদের মাঝে সূদমুক্ত ঋন কার্যক্রম ও মসজিদ ডট লাইফ ধীরে ধীরে জেলার অন্যান্য গ্রামে ছড়িয়ে দিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভাপতি বলেন,মসজিদ ডট লাইফ এর ব্রাঞ্চের মাধ্যমে ঋণ দেওয়া হয়। বিনা সূদে ঋন। সেই ঋন নেওয়ার পর ঋনগ্রহীতা ছোট ছোট কিস্তিতে মূল টাকা শোধ করেন। কোন অজুহাতে এক টাকাও বাড়তি দিতে হয় না।
উপদেষ্টা দেলোয়ার হোসাইন জানান আমরা এই মসজিদে ব্রাঞ্চ করে মানুষের যেমন আগ্রহ পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি এমন ভালোবাসা পেলে তারাপুরের প্রতিটা মসজিদে ব্রাঞ্চ করবো, সেই সাথে ধন্যবাদ জানায় ১১৪০ নং ব্রাঞ্চ এর কমিমিটি সহ সকল মুসল্লী দের
এমন বিনা সুধে ঋণ পেয়ে গ্রহীতা সাত্তার জানান মুই আগে সুধের টেকা নিছনু এখন masjid. Life এর টেকা নিয়ে এক টেকাও সুধ দেওয়া লাগে না,
এসময় উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ সভাপতি জাকির হোসেন,উপদেষ্টা দেলোয়ার হোসাইন শকিল
ক্যাশিয়ার রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, ব্রাঞ্চ ডিরেক্টর আতিকুর রহমান সহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লীবৃন্দ।