বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার:
নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকা সংগঠন জন জনে জনতা গড়ে তোলো একতা “বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব” এর নেতৃবৃন্দদের নিয়ে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১২ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের মিরপুর কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নেতৃবৃন্দরা নতুন বছর ঘিরে যত কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে,তা নিয়ে আলোচনা করেন। এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার কথাও আলোচনা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন-বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব নির্যাতিত সাংবাদিকদের পক্ষে কথা বলে। এই সংগঠনটি সারাদেশে সুপরিচিত।নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার ক্ষেত্রে অনেক সময় অনেক প্রতিকূলতা সৃষ্টি হয়। তাই বিজয়ী সংসদ সদস্য এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ মন্ত্রীদের আমরা সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করবো,যা নতুন বছরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের অগ্রগতিতে সহায়ক হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ. জেড.এম ওবায়দুর রহমান(সিনিয়র সহ-সভাপতি),আজিজুল হাকিম (সিনিয়র সহ-সভাপতি),সোহেল রানা(সহ-সভাপতি),শহিদুল ইসলাম সাগর(সাংগঠনিক সম্পাদক),শিহাব তালুকদার(সাংগঠনিক সম্পাদক) লায়ন আক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম(আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), ওয়ারেছ আহমেদ(শিক্ষা বিষয়ক সম্পাদক) ফয়জুল্লাহ স্বাধীন দপ্তর সম্পাদক রবিউল ইসলাম(শিল্প বিষয়ক সম্পাদক),সাখাওয়াত (সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক),নাজমুল আহসান(প্রকাশনা সম্পাদক),সালেহ আহমেদ(নির্বাহী সদস্য),লায়ন আক্তার হোসেন(সাংগঠনিক সম্পাদক),সাইদুর রহমান(নির্বাহী সদস্য),কাজী শফিউল ইসলাম(নির্বাহী সদস্য) সহ অনেকে।এছাড়াও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দরা আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন।
(সাধারণ সম্পাদক) মাহিদুল সরকার মাহি, (সহ- সভাপতি) মোজাম্মেল হোসেন বাবু, (সাংগঠনিক সম্পাদক) রিয়াদুল মামুন সোহাগ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম নাছির উদ্দীন, সহ আরো অনেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।