শহীদুুুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ
সম্মান করলেই মানুষ হয় সম্মানিত । আমার কাজের মধ্য দিয়ে আপনাদের হৃদয়ের মনি কোঠায় স্থান করে নিতে চাই। সেই সঙ্গে ক্ষমতা নয় জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-২ আসনের নবনির্বাচিত সাংসদ শাহ্ সারোয়ার কবীর।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে তাকে গণসংবর্ধনা দেওয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শাহ্ সারোয়ার কবীর বলেন, গাইবান্ধা সদর উপজেলার রাস্তাঘাটের উন্নয়নসহ গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানটির উপ-কমিটির আহবায়ক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ রনজিত বকসী সূর্য্যের সভাপতিত্বে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল সাহার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি সৈয়দ শামস উল আলম হিরু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবুল হোসেন, জেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আলী মন্ডল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]