সোহেল রানা -(পীরগাছা)
রংপুর
স্থানীয় সরকার নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রচারণায় এগিয়ে শাহ্ মোহাম্মদ শারেখ খন্দকার জয় একদিকে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচন অন্যদিকে দরজায় কড়া নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই উপজেলায় বিভিন্ন জায়গায় শুরু করছেন সম্ভাব্য প্রার্থীরা উপজেলা নির্বাচনের প্রচার প্রচারনা। তবে মাঠে দেখা যাচ্ছে নতুন মূখ শাহ্ পরিবারের সন্তান শিক্ষিত, সৎ ও মানবিক গুনাবলি সম্পন্ন তরুণ রাজনৈতিকবিদ শাহ্ মোহাম্মদ শারেখ খন্দকার জয় । ২০-এর করোনা মহামারি ও ২২শের বন্যায় ঘটে যাওয়া দুর্যোগ চলাকালীন সময়ে মানুষের পাশে দাড়ায় তরুণ হলেও অনেকটাই পরিচিত লাভ করেছে পীরগাছার মানুষের কাছে । এখন সরগমে দেখা যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আসার প্রচারণায়। উল্লেখ্য গেল ১৯৮৫ সালে দেশে প্রথম, ১৯৯০ সালে দ্বিতীয়, ২০০৯ সালে তৃতীয়, ২০১৪ সালে চতুর্থ এবং সবশেষে ২০১৯ সালে পঞ্চম বারের মত উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যা পাঁচটি ধাপে সম্পন্ন হয়েছে। দেশে বর্তমানে উপজেলাস সংখ্যা ৪৯৫ টি। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ১৭(১) এর (গ) ধারা অনুসারে উপজেলা পরিষদের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর এবং পরিষদের মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়া। সেই হিসেবে চলতি বছরের শুরু থেকেই বেশ কিছু পরিষদের সময় গণনা শুরু হবে। এরই লক্ষ্যে পীরগাছায় বইচে উজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা চালাচ্ছেন প্রচার, নিচ্ছেন প্রস্তুতি। তবে মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে শাহ্ মোহাম্মদ শারেখ খন্দকার জয় ও তার লোকজনকে। লোকবল নিয়ে ছুটে চলছেন বিভিন্ন এলাকা ও বাজারে বাজারে। কথা বলছেন মানুষের সাথে দোয়া নিচ্ছেন তাদের কাছ থেকে। দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় নেতা ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করাতে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই উপজেলয়া পরিচিত মুখ হয়ে উঠেছেন। তাই সময় নষ্ট না করে দোয়ারে দোয়ারে হাঁটা শুরু করে দিয়েছেন অনেকেই। এদিকে কথা হয় প্রচারে বেড়িয়ে পড়া সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ মোহাম্মদ শারেখ খন্দকার জয়ের সাথে।
আগাম প্রচারণার বিষয়ে জানতে চাইলে বলেন, আমি শাহ্ পরিবারের ভাষা সৈনিক শাহ্ আব্দুর রাজ্জাক এর নাতী আমার বাবা পীরগাছা উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রচারনা বিষয়ক সম্পাদক আমার বড় ভা্ই শাহ্ শাফায়েত জামিল পীরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ছোট ভাই পীরগাছা কলেজের সাধারন সম্পাদক , আমার পরিবারের সকলে আওয়ামীলীগের রাজনিতির সাথে জড়িত আমি শাহ্ পরিবারের সন্তান। আমার পরিবার যেমন ছিল মানুষের সেবায় নিবেদিতপ্রাণ আমিও এর ব্যতিক্রম নই। ছাত্রজীবনে পীরগাছা সরকারি কলেজে রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ , সেচ্ছাসেবক লীগ , সহ আওয়ামীলীগের সাথে জড়িত আছি আমি বর্তমানে পি এস ডি ও সংস্থার চেয়ারম্যানের দায়িত্বে আছি । আমি আমার মেধা, শ্রম ও সেবার মাধ্যমে পীরগাছা উপজেলার মানুষকে সর্বদাই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেছি। যেখানেই সমস্যা সেখানেই আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। যার খেতমতের প্রভাব ছিল মহামারী করোনা ও সিলেটের অংশ হিসেবে ঘটে যাওয়া এই উপজেলায় ২২ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। মানব সেবায় আমি ও আমার পরিবার ছিলাম, আছি, থাকব। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে জড়িত আছি বিধায় যদি ভাইস-চেয়ারম্যান পদে দলীয় প্রতিক নির্ধারিত থাকে তাহলে আমি আশাবাদী নৌকার মনোনয়ন নিয়ে মাঠে আসার। পীরগাছা উপজেলার মানুষ নতুন তরুন মেধাবীকে ভোট দিবে বলে জানান অনেকেই
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]