দেলোয়ার হোসাইন: সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি
জাতীয় পার্টিসহ পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব মজিবুল হক চুন্নু এমপি'র বিরুদ্ধে সর্ব-প্রকার ষড়যন্ত্রের প্রতিবাদে জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের পক্ষ থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি পৌরসভার জহুরুলের চাতাল থেকে শুরু করে উপজেলা চত্বরে গিয়ে থামে। উপজেলা চত্বরে বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য দেন মোস্তফা মহসিন সরদারের ছোট ভাই পল্লব সরদার,উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সদস্য ও রামজীবন ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল হক, শ্রীপুর ইউনিয়নের জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি স্বপন মিয়া, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের প্রেস সচিব হাসানুজ্জামান প্রমূখ।
হাসানুজ্জামান প্রেস সচিব. ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার। তিনি বলেন, "জাতীয় পার্টি আছে এবং থাকবে,কোন গুজবে কেউ কান দিবেন না। আমরা সুন্দরগঞ্জে যেমন দালাল এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি, তেমনি সারা দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি ও মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি'র নেতৃত্বে সব নেতাকর্মী একত্রিত হয়ে দালালদের দাঁতভাঙ্গা জবাব দিবো ইনশাল্লাহ "।
গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাপা (লাঙ্গল) মনোনীত প্রতিদ্বন্দ্বীর প্রতি ইঙ্গিত করে সমাবেশে বক্তারা বলেন- 'উনি পার্টির নেতা-কর্মী ও জনগণের সঙ্গে সম্পৃক্ত না থেকে, নিজেরমতোই জনবিচ্ছিন্ন অন্য একটি রাজনৈতিক দলের কতিপয় নেতা-কর্মীকে নিয়ে নির্বাচনে হেরেছেন। এখন জাপাসহ জাপা'র চেয়ারম্যান ও মহা-সচিব'র বিরুদ্ধে নানান কথা বলছেন। এমনকির, নির্বাচনে অতিরিক্ত খরচ করার কথা বিভিন্নভাবে বলছেন। বক্তারা জোড় দিয়ে বলেন, এ আসনে জাতীয় পার্টি ও লাঙ্গল'র কোন পরাজয় হয়নি, হতেও পারেনা। পরাজয় হয়েছে- জাপা নেতা-কর্মী ও জনবিচ্ছিন্ন প্রতিদ্বন্দ্বীর'।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ হাসানুজ্জামান,প্রেস সচিব ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার.মোঃ সাদেকুল ইসলাম, বি, এস, সি,বেলকা, মোঃ জহুরুল ইসলাম, রামজীবন ইউনিয়নের যুব সংগতি,উপজেলা সাবেক সহ সভাপতি,সাবেক জেলা সহসভাপতি মোঃ স্বপন মিয়া, শ্রীপুর ইউনিয়ন সাবেক সভাপতি মোঃ পল্লব সরদার, বেলকা এবং উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]