দেলোয়ার হোসাইন, সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি
বাবা রে! হামার খ্যাতা নাই, বিছনেও নাই। হামার কষ্টের সীমাও নাই। যে জার পচ্ছে, খুবে কষ্ট করি থাকি। আইজকে তোমারগুলের কম্বলটা পায়া খুব উপকার হইলো। এলা থাকি এই ঠাণ্ডাত আরামে নিন্দ পাইরবের পামো। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল থেকে সন্ধা পর্যন্ত ইঞ্জিনিয়ার মোস্তফা মহসীন সরদারের নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করা হয়।কম্বল পেয়ে এভাবেই আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গ্রামের বাসিন্দারা।
প্রতি বছরের ন্যায় এবারও গাইবান্ধার সুন্দরগঞ্জে ইঞ্জিনিয়ার মোস্তফা মহসীন সরদারের নিজস্ব অর্থায়নে পাঁচ হাজার কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সারা দিন উপজেলার তারাপুর ও পৌরসভায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার মোস্তফা মহসীন সরদারের অর্থায়নে বিভিন্ন এতিমখানা মাদরাসা, সুন্দরগঞ্জ পৌরসভা, সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, দহবন্দ ও তারাপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার দুঃস্থ, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করছেন। তাদের দেয়া কম্বল পেয়ে খুশি অসহায় শীতার্ত এসব সুবিধা বঞ্চিত মানুষ।
এসময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসীন সরদারের প্রেস সচিব হাসানুজ্জামান হাসান,পল্লব সরদার,তাম্মাম সরদার সহ আরো অনেকে।
এসময় তারা বলেন, মোস্তফা মহসীন সরদারের নিজস্ব অর্থায়নে সুন্দরগঞ্জ উপজেলায় গরীব অসহায় দুস্থদের মাঝে জটিল ও কঠিন রোগের অপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদান, মসজিদে ওযুখানা, গরিবদের ঢেউটিন,মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়া ছাত্র-ছাত্রীদের মাঝে পাঁচ বছর মেয়াদী সহায়তা প্রদান, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, ব্যাটারি চালিত অটো ভ্যান সম্পূর্ণ ফ্রি ভাবে সহায়তা প্রদান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়ি নির্মাণ ও সহায়তা প্রদান, সাথে বিভিন্ন ধর্মলম্বীদের মাঝে মন্দির নির্মাণ সহ সহায়তা প্রদান দীর্ঘ ১৬ বছর ধরে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণের বিষয়টি নিশ্চিত করে ইন্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার এর প্রেস সচিব হাসানুজ্জামান হাসান বলেন, ‘ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষদের। শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকেই দীর্ঘ ১৬ বছর ধরে আপনাদের পাশে ইঞ্জিনিয়ার সাহেব।
কম্বল নিতে আসা অনেকেই বলেন, এবার অনেক শীত পড়লেও কেউ আমাদের কম্বল দেয়নি। ইঞ্জিনিয়ার মহসিন সরদার ভাই আমাদের জন্য শীতের নতুন কম্বল পাঠিয়েছেন। হার কাঁপানো শীতে কম্বল পেয়ে আমরা অনেক খুশি।