দেলোয়ার হোসাইন :সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ চরাঞ্চলের গরিব ও অসহায় ৫০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ঋদ্ধ ফাউন্ডেশন।
রবিবার ( ২৮ জানুয়ারি) উপজেলার ১৫ নং কাপাশিয়া ইউনিয়নের কছিম বাজার স্কুল মাঠে ইউনিয়নের চরাঞ্চলের বিধবা নারী, এতিম শিশু ও বয়স্কদের মাঝে এ কম্বলগুলো বিতরণ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন ঋদ্ধ ফাউন্ডেশনের শুভ আকন্দ। ঋদ্ধ ফাউন্ডেশনের গাইবান্ধা শাখার সদস্য সুজা মিয়া, রাশেদুল ইসলাম, ফারুক মিয়া, রাসেল মিয়া, সাদমান, আলিফ, ফকর উদ্দিন, জাহাঙ্গীর, ফারুক , আঃ আজিজ, রিপন, লতিফ, আরাফাত, আক্তারুজ্জামান, সোহান, সৌরভসহ আরো সদস্যবৃন্দ।
কম্বল পেয়ে খুশিতে আত্মহারা আমিনা বেগম (ছদ্মনাম) বলেন, হামার চরত মেলা শীত, আইতোত জার নাকছিল। এলা কম্বল পাইনো। আইতোত উসুম পামো।
ঋদ্ধ ফাউন্ডেশনের পক্ষ থেকে গাইবান্ধায় স্বল্প সময়ে কম্বলগুলো পাঠান ফাউন্ডার তৃষ্ণা সরকার।