যশোরে মনিরামপুরে সরস্বতী পুজো কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
যশোরের মনিরামপুর উপজেলার দুর্ঘডাজ্ঞা ইউনিয়নের হরিণা গ্রামের হরিণা মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজো কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে। সংষর্ষে দুই গ্রুপের অন্তত ১৬ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে দুইটি গ্রুপের সৃষ্টি হয়। বুধবার সরস্বতী পুজা উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দের হরিণা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক দাওয়াত দেন। দুই গ্রুপ অংশ গ্রহণের মাধ্যমে সরস্বতী পূজা শেষ হয়। পূজা শেষ হওয়ার আনুমানিক ৩০ মিনিট পর দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। জানা যায়, স্কুল কমিটি গঠন কে কেন্দ্র করে দুই গ্রুপের রেশারেশি চলছিলো এবং কমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
হরিহর নগর ইউনিয়নের ঈগল মার্কার প্রতিনিধি বলেন, আমাদের অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।
এবিষয়ে হরিণা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মি:মিহির কান্তি রায় বলেন, সরস্বতী পূজায় এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গদের দাওয়াত দেওয়া হয়। পূজা শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।পূজা শেষ করে আমরা বাড়িতে যাওয়ার পর শুনি দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে, পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]