সাংবাদিক তুহিন মোটরসাইকেল দূর্ঘটনায় আহত
রিয়াজুল হক সাগর,রংপুর:
সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন গতকাল রংপুর তথ্য অফিসের সামনে ত্রিমূখি মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন। গতকাল জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ এর সাথে সাক্ষাৎ শেষে অফিসে ফেরার সময়, মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে দ্রুত গতিতে পাশ কেটে যাবার সময় সজোরে সাংবাদিক তুহিনের মোটরসাইকেলের সাথে ধাক্কা দেয়, এতে সে ছিটকে পড়ে আহত হন, এর পর আরও দুইটি মোটরসাইকেল ও একটি রিক্সাকে ধাক্কা দিলে মোট ৫ জন আহত হয় এবং মোটরসাইকেল সহ রিক্সা ক্ষতিগ্রস্ত হয়।
সাংবাদিক তুহিনকে প্রাথমিক ভাবে তথ্য অফিসে নিয়ে সেবা প্রদান করা হয় এরপর হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডা.মো.কাওছার আহম্মেদ এর চিকিৎসা নেন। সে বর্তমানে রংপুরস্ত কর্মজীবি হোস্টেলে বিশ্রামে আছেন। উল্লেখ্য সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন আশির দশকের শুরুতেই সাংবাদিকতায় প্রবেশ করেন। সাংবাদিকতায় তার বর্নাঢ্য পদচারনা পুরোদেশ জুড়ে। তিনি ইতিমধ্যেই জাতীয় দৈনিক জনকন্ঠ, দৈনিক আজকের কাগজ,দৈনিক কালবেলা, আঞ্চলিক দৈনিক উত্তরা, দৈনিক জনমত, দৈনিক বার্তা, দৈনিক সোনালী সংবাদ, দৈনিক আখিরা, দৈনিক মাধুকর, রেডিও বেইজিং, চিনের আন্তর্জাতিক বেতার, বিটিভি, একুশে টেলিভিশন, বার্তা সম্পাদক ছিলেন দৈনিক ভোরের সূর্য, দৈনিক জনসংকেত, দৈনিক বাকখালি সহ দেশব্যাপী অসংখ্য পত্রপত্রিকায়। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন রংপুর জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ, দৈনিক মাধুকর পত্রিকার বার্তা সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সভাপতি জয়িতা নাসরিন নাজ, নাট্যকর্মি সংগঠক সাজেদুল ইসলাম, সঙ্গীতশিল্পী শামসুজ্জামান শামিম, লামিয়া আকতার, লুৎফর রহমান রিপন, ওসমান গনী বাবলা, হেকিম আতাউর রহমান লিটন, শিক্ষক মোস্তাফিজুর রহমান, অলিক, পরিমল চন্দ্র রায়,সাধন চন্দ্র বর্মন, সাংবাদিক কেএম নূর মোহাম্মদ, মাহফুজুল ইসলাম প্রিন্স, শামসুজ্জোহা বাবলু, মজিবুর রহমান, শফিকুল হক সৌরভ, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, লেখক কবি শেখ নজরুল ইসলাম, নাহিদা ইয়াসমিন, হাবিব উল্লাহ বিশ্বাস, আহসানুল হাবিব মন্ডল, খেয়ালী মোস্তফা, মোর্তূজা খান, মঞ্জু খন্দকার, হেলেন আরা সিডনি, মোহাম্মদ জাকারিয়া, শাহীন খান, আমজাদ হোসেন সরকার, এস এম আব্দুর রহিম, সাংবাদিক রিয়াজুল হক সাগর,সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর উপদেষ্টা অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পরিচালক ইন্জিনিয়ার আখতারুল ইসলাম জোসেফ, বন্ধুত্বের বন্ধন এর শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম টুটুল প্রমুখ।