ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠালেই দায়িত্ব শেষ হয়ে যায় না,লেখাপড়া ঠিকমতো করিতেছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে
আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী
অদ্য ২৪/২/২৪ ইং শনিবার বিকালে দুলালপুর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর তিন শিবপুর এর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা । তিনি বলেন এই বিদ্যালয়টি আরো উন্নত হওয়ার উচিত ছিল ,আমি যখন এমপি ছিলাম আপনাদের এই বিদ্যালয়ে একটি ভবন অনুমোদন করে দিয়েছিলাম, বর্তমান এ ভবনের তিন তলা হয়েছে চার তলা অবশ্য হয়ে যাবে ইনশাল্লাহ। উন্নয়ন ব্যাপারে আপনাদের কোন চিন্তা করতে হবে না উদ্বোধক বলেছেন, বিদ্যালয়ের বাউন্ডারি টা তিনি করে দিবেন, বাউন্ডারি উদ্বোধন করে দিলে মেইন গেইট ও আমি করে দিব ,এ বিদ্যালয়টি অনেক পুরাতন লেখাপড়ার প্রতি খেয়াল রাখতে হবে আজকের অনেক অভিভাবক ও মায়েরা এখানে উপস্থিত আছেন আপনাদের ছেলেমেয়েদের কে স্কুলে পাঠাইলে দায়িত্ব শেষ হয়ে যায় না , শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা যাওয়া সাথে সাথে খেয়াল রাখতে হবে সঠিকভাবে লেখাপড়া করিতেছে কিনা ,কার সাথে আসা যাওয়া করিতেছে ঠিক মতো লেখাপড়া করিতেছে কিনা সেটা কিন্তু অভিভাবক হিসাবে আপনাদের দায়িত্ব মা, বাবা, শিক্ষক ও গার্ডিয়ান উপস্থিত সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই , শিক্ষার্থীরা যেন মাদকের প্রতি আসক্ত না হয় এ বিষয়গুলো আপনাদের গুরুত্ব হিসেবে দেখাশোনা করতে হবে, উন্নয়ন নিয়ে আপনাদের কোন চিন্তা করতে হবে না ,লেখা পড়ার মান যাতে ভালো হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে । জহিরুল ইসলাম ভূঁইয়া (হিরন মাষ্টার ) এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফকির মোহাম্মদ মুনাওয়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল হাই মাস্টার ও আলমগীর হোসেন আঙ্গুর মৃধা ,ও অন্যান্য নেতৃবৃন্দ।