দিওড় ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ
এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর
বিরামপুর দিওড় ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। উপকার ভোগীদের মাঝে প্রতি কার্ড ধারীর জন্য ৩০কেজি করে চাল এবার ২মাসের ৬০ কেজি বিতরণের উদ্বোধন করেন জনকল্যাণমুখী উন্নয়নে বিশ্বাসী ডিজিটাল চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। আজ (২৮ ফেব্রুয়ারী) বুধবার সকাল ১০ টায় উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০২+৪০২-৮০৪ বস্তা চাল ৯ টি ওয়ার্ডের ৪০২ জন উপকার ভোগীর মাঝে বিতারণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,ইউপি সচিব মাসুদুর রহমান,ট্যাগ অফিসার রাকিবুল ইসলাম,ওয়ার্ড সদস্য মুক্তার হোসেন,আজগর-১,আজগর-২ এবং সদস্য রবিউল ইসলাম,১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ফেনসীআরা বেগম ৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্য মোছা:আরিফুননা বেগম। ইউনিয়নের সকল ভাতা ভোগীর উপস্থিতিতে স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। একসাথে দুই মাসের চাল ৬০ কেজি চাল ভোক্তা গণ পেয়ে অনেক খুশি বলে জানান জনসাধারণ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]