সোহেল রানা – পীরগাছা (রংপুর)
প্রেসক্লাব, পীরগাছা, রংপুরের কার্যকরী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় আহবায়ক কমিটি গঠন করা হয়
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে সাধারন সভা শেষে শাহ্ কামাল ফারুখ লাবুকে (ভোরের কাগজ) আহবায়ক এবং কাজী শহিদুল ইসলামকে (মানবজমিন) যুগ্ম আহবায়ক ও শাহজাহান সিরাজ মাসুদকে (প্রথম খবর) সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির সদস্যরা হলেন এম খোরশেদ আলম (করতোয়া-যুগের আলো), তোজাম্মেল হক মুন্সি (দৈনিক পরিবেশ), হারুন অর রশিদ (দৈনিক কাগজ), তাজরুল ইসলাম (আজকের পত্রিকা)।
সভায় প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সির সভাপতিত্বে বক্তব্য দেন, এম খোরশেদ আলম, শাহ কামাল ফারুখ লাবু, হারুন অর রশিদ, সাধারন সম্পাদক তাজরুল ইসলাম, কাজী শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুস সামাদ সরকার, মো: লাভলু মিয়া, হাফিজার রহমান, শেখ মোঃ শফিকুল আলম, গোলাম আজম সরকার, মোঃ রাজু মন্সি, মোঃ সৈয়দ আলী, রফিকুল ইসলাম লাবলু প্রমুখ