এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুর বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার
এসএসসি ও এইচএসসি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করেন হীড বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায়
নবাবগঞ্জ ও বিরামপুর দুই উপজেলা
২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জিপিএ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করেন। এ সময় উক্ত সংস্থাটি জিপিএ ৫ প্রাপ্ত
৫ হাজার টাকা ও জিপিএ ৪ পয়েন্ট প্রাপ্তদের মাঝে ৪ হাজার টাকা এককালীন উপবৃত্তি প্রদান করেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠান বিরামপুর মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,প্রধান অতিথি নুজহাত তাসনীম আওন,বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার বিরামপুর দিনাজপুর। এসময় আরও বক্তব্য প্রদান করেন অদ্বৈত কুমার বিশ্বাস,সেন্ট্রাল ম্যানেজার হীড বাংলাদেশ। মেজবাউল হক,অধ্যক্ষ বিরামপুর মহিলা ডিগ্রী কলেজ,বিরামপুর দিনাজপুর। নাড়ু গোপাল কুন্ডু,সহ সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ,বিরামপুর উপজেলা শাখা,দিনাজপুর। মোঃ মাহাবুর রহমান হান্না,সাবেক প্যানেল মেয়র,বিরামপুর পৌরসভা বিরামপুর দিনাজপুর। সভাপতিত্তে ছিলেন, এ্যাডভোকেট,বার্নাড তমাল মন্ডল,প্রাক্তন চেয়ারম্যান, হীড বাংলাদেশ। আয়োজনে ছিলেন,
বিরামপুর ও নবাবগঞ্জ শাখা,হীড বাংলাদেশ,বিরামপুর দিনাজপুর।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]