রিয়াজুল হক সাগর,রংপুর:
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে খেজুর বেশি দামে বিক্রি করায় রংপুরে ৩ বিক্রেতাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সিটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজাহারুল ইসলাম। অভিযানে তিনি বিভিন্ন খেজুরের দোকানে গিয়ে ভাউচারসহ অন্য কাগজপত্র দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি করায় ৩ বিক্রেতাকে সতর্কতামূলক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম বলেন, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে রংপুর সিটি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এই বাজারে প্রথম দিন হওয়ায় বিক্রেতাদের সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রির কোন সুযোগ নেই। অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুজ্জামানসহ মেট্রোপলিটন ডিবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]