রিয়াজুল হক সাগর,রংপুর:
সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে কলামিষ্ট, কবিও অনুবাদক মাহমুদ ইলাহী মন্ডল এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ (২১মার্চ) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কলামিষ্ট, কবিও অনুবাদক মাহমুদ ইলাহী মন্ডল এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন সরকার। পরে ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি বাদল রহমান, অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ, জাতীয় কবিতা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, ছান্দসিক সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহিন, বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ, সাহিত্য একাডেমী রংপুরের সাধারণ সম্পাদক শাহ আলম, কবি মাসুদ বসির, কবি ও গীতিকার জাহিদ হোসেন, কবি মুস্তাফিজ রহমান প্রমুখ। উল্লেখ্য ১৭ মার্চ ইন্তেকাল করেন কলামিষ্ট, কবিও অনুবাদক মাহমুদ ইলাহী মন্ডল।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]