শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে সংঘর্ষে আজিজল হক(৫০) নামে এক কৃষকের মৃত্য হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজড়া হলুদিয়া গ্রামে জমিজমা নিয়ে দুপক্ষের মাঝে বিরোধের সৃষ্টি হলে ঘটনা স্থালে চার জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে হাসপাতালে কর্মরত চিকিৎসক আজিজল হক নামে একজন মৃত্য হয়েছে বলে জানান এবং বাকী তিন জনকে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করেন।
নিহত আজিজল হক বজড়া হলুদিয়া গ্রামে মৃত্য কাচ্চু মিয়া পুত্র। আহতরা হলেন , একেই গ্রামের নিহত আজিজল হকের পুত্র হাসান মিয়া (২১) মৃত্য কাচ্চু মিয়া পুত্র রাজু মিয়া (৩৫) এবং আজিজ মিয়ার পুত্র সোহেল মিয়া (২৫)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে বজড়া হলুদিয়া গ্রামে আব্দুর রহমানরে পুত্র জহুরুল ও শহিদুর রহমানের সঙ্গে একেই গ্রামের আজিজল হক ও আজিজ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজও দুপক্ষে মাঝে বিরোধ সৃষ্টি হলে একই পরিবারের তিনজন আহত ও একজনের মৃত্য হয়।
এবিষয়ে থানা অফিসার ইনর্চাজ মাহবুব আলম ঘটনার সত্যতা শিকার করে বলেন,থানায় একটি হত্যা মামলা হয়েছে । এ পর্যন্ত তিন জন আসামী গ্রেফতার হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]