মামুনুর রশিদ মামুন-স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সরকারি-কর্মকর্তা কর্মচারী, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ,পার্বতীপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে পার্বতীপুর ষ্টেডিয়াম মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনের সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনীন মমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীগ এর সাধারণ সম্পাদক
মো: আমজাদ হোসেন, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায়, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাকিউল আজম, মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধগন সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন ও বিভিন্ন প্রিন্টস ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]