শহীদুল ইসলাম শহীদ,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ কেজি শুকনো গাঁজা ও দুটি মটরসাইকেল উদ্ধার করেছে।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম (পি.পি.এম) এর তত্ত্বাবধানে ও জেলা পুলিশ সুপার জনাব মো:কামাল হোসেন,পিপিএম এর নির্দেশনায় শুক্রবার সকালে সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের নিয়মিত অভিযানে বামডাঙ্গা রংপুর আঞ্চলিক সড়কে যানবাহন চেকিং করা কালে তদন্ত কেন্দ্রের এস আই জুলিয়াস সঙ্গীয় ফোর্সের দুটি পালসার মটরসাইকেলকে সন্দেহ হলে থামানোর সংকেত দিলে,তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে, পরে পুলিশ তাদের পিছনে ধাওয়া করে। এক পর্যায়ে অপরাধীগণ বামনডাঙ্গা মনমথ মৌযাস্থ ২য় রেলগেট সংলগ্ন এলাকায় মোটর সাইকেল দুটি রেখে পালিয়ে যায়।সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম জানান, সুন্দরগঞ্জ থানার বামন ডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে বামডাঙ্গা রংপুর আঞ্চলিক সড়কে চেকিং করা কালে দুটি গাড়িকে সন্দেহ হলে তাদের থামানোর সংকেত দেয়া হয়।এতে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তারা গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ২২কেজি গাঁজাসহ ২টি মটরসাইকেল জব্দ করা হয়।
পরে পুলিশ মোটরসাইকেল দুটি উদ্ধার করে। পরে মোটরসাইকেল দুটির বিভিন্ন স্থানে তল্লাসি করে ২২কেজি গাঁজা উদ্ধার করে। গাঁজা ও লাল, কালো রংগের পালসার মোটরসাইকেল ২টি জব্দ করে হেফাজতে নেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম বিপিএম বলেন অপরাধীগণের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে ও নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]