এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর মহিলা কলেজের ১০১ নম্বর শ্রেণিকক্ষে বিবাহের অনুষ্ঠান হয়েছে।
বিয়ের অনুষ্ঠান হয়েছে রোববার তখন সন্ধ্যা সাড়ে ছয়টা। দিনাজপুর বিরামপুর মহিলা কলেজের ১০১ নম্বর শ্রেণিকক্ষে বিয়ের মঞ্চে বসা বর ও কনে। মঞ্চের আশপাশের পুরো অংশ বর ও কনে পক্ষের অতিথিতে পরিপূর্ণ। আর কলেজসীমানার ভেতরের মাঠে বরযাত্রী ও কনে পক্ষের অতিথিদের জন্য খাওয়াদাওয়ার যাবতীয় আয়োজনের দৃশ্যমান। দম্পতি আরিফুল-আঁখি দম্পতির বিয়ে উপলক্ষে ছিল এই আয়োজন। কলেজের একাডেমিক ভবনের ১০১ নম্বর কক্ষটি বিয়ের আসরের জন্য ব্যবহার করেন স্থানীয় একটি পরিবার। শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ও মাঠ কেন বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়েছে,এ বিষয়ে বর ও কনে পক্ষের কেউ কোনো কথা বলতে চাননি। কলেজের ওই শ্রেণিকক্ষে অনুষ্ঠিত বিয়েটি স্থানীয় নিকাহ রেজিস্ট্রার মোখলেছুর রহমান তিন লাখ টাকা মোহরানায় রেজিস্ট্রি করেন। কনের বাবার বাড়িতে জায়গার সংকুলান না হওয়ায় বাড়ির পাশের কলেজে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে বলে ধারণা তাঁর।
বর আরিফুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার শ্যামবাসেরপাড়া গ্রামের মোমিনুল ইসলামের ছেলে। আর কনে বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর মহল্লার আজাহার আলীর মেয়ে ফাতেমা বিনতে আজাহার ওরফে আঁখি। বিয়ে শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরযাত্রীরা কনেকে গাড়িতে করে পীরগঞ্জে রওনা দেন। বিষয়ে বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক প্রতিবেদকে বলেন,মেয়েটি (কনে) আমাদের কলেজের সাবেক শিক্ষার্থী। কলেজে ওই মেয়ের বিয়ের অনুষ্ঠান করার জন্য মেয়ের বাবা আমাকে অনুরোধ করেছিলেন। এখন তো কলেজে ঈদের ছুটি,তাই বিয়ের জন্য কলেজের মাঠ ও কক্ষটি ব্যবহার করতে দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে বিয়ের আসর বসানোর সুযোগ আছে কি না,এমন প্রশ্নের জবাবে বিরামপুর মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সোহেল রানা মুঠোফোনে বলেন,কলেজের শ্রেণিকক্ষ ও কলেজ চত্বরের ভেতরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,এমন তথ্য আমার কাছে নেই। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার কোনো সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নুজহাত তাসনীম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা নীতিগতভাবে ঠিক নয় বলে আমার যত দূর মনে হচ্ছে। কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে পরে খোঁজ নিয়ে বিষয়টি দেখব।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]